Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 28, 2014

গরমে সহজ সমাধান !!! Dady Cool Cool

 

যা লাগবেঃ
- ১টি প্লাস্টিকের বক্স
- ১টি ২.৫ ইঞ্চি পিভিসি এলবো পাইপ
- ১টি ৬ ইঞ্চি পিভিসি পাইপ
- ১টি ছোট ফ্যান
- ছুরি
- পিভিসি আঠা
- বরফ

যেভাবে করতে হবেঃ
 
প্লাস্টিকের বক্সটির ঢাকনাতে ফ্যান ও এলবো পাইপের মাপে ২টি ফুটো করতে হবে।

 
আঠা দিয়ে এলবো পাইপটিকে অপর পাইপের সাথে জোড়া দিতে হবে। এরপর পাইপ ও ফ্যানকে প্লাস্টিকের বক্সটির ঢাকনাতে করা ফুটোর ভেতরে প্রবেশ করিয়ে আটকাতে হবে। (ছবির মত করে)

 
এবার বক্সের ভেতরে কিছু বরফ দিয়ে ফ্যানটিকে চালু করতে হবে।

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়