Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 4, 2020

ঐতিহাসিক সিন্ধু বিজয়ের মহানায়ক এর এক মহাকাব্য গ্রন্থ

  


ভারতের ঐতিহাসিক সিন্ধু বিজয়ের মহানায়কের এক মহাকাব্য গ্রন্থ এর ডিজিটাল ভার্সন দেয়া হলো । যা পড়তে গিয়ে মনে হয়েছে যেন কোন ঐতিহাসিক মুভি দেখছি। আমি হলফ করে বলতে পারি, যার ভিতরে পাঠক স্বত্ত্বা বিদ্যমান, তার কাছেই এই ঐতিহাসিক উপন্যাসটি ভাল লাগতে বাধ্য।






মুহাম্মদ বিন কাসিম যখন ভারতের সিন্ধু অভিযানে বের হন, তখন তার বয়স মাত্র ১৭ বছর। ১৭ বছরের যুবক কে সেনাপতি করে হাজ্জাজ ৬ হাজার অশ্বারোহী ও পদাতিক সৈন্য সহ সিন্ধু প্রদেশ প্রেরণ করেন। মুহাম্মদ বিন কাসিম ইরানের পথ হয়ে মাকরানের মধ্যে দিয়ে সিন্ধু অভিমুখে যাত্রা করেন। যাত্রাপথে মাকরানের সেনাবাহিনী ও হিন্দু শাসকদের অবিচারে বিক্ষুব্ধ জাঠ ও মেঠদের সাহায্য গ্রহণ করেন। ৭১১-১২ খৃষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিম তার সেনাবাহিনী নিয়ে সিন্দুর দেবল বন্দরে উপস্থিত হন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়