Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 27, 2018

মুক্তিযুদ্ধ চলাকালীন ১১ টি সেক্টর


সেক্টর এলাকা  দায়িত্বপ্রাপ্ত কমান্ডার :
১ নম্বর সেক্টর             চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মিজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন)মেজর মো:রফিকুল ইসলাম(জুন-ডিসেম্বর)

২ নম্বর সেক্টর          নোয়াখালী, কুমিল্লা, আখউড়া, বৈরব এবং ডাকা জেলা, ঢাকা মহানগরী ও ফরিদপুর জেলার অংশ বিশেষ।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর কালেদ মোশারফ (এপ্রিল-সেপ্টেম্বর) মেজর এটিএম হায়দার ( সেপ্টেম্বর-ডিসেম্বর)

৩ নম্বর সেক্টর       আখাউড়া-ভৈরব রেল লাইন থেকে পূর্বদিকে কুমিল্লা জেলার অংশ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশ বিশেষ।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) মেজর এ.এস.এম নুরুজ্জামান ( সেপ্টেম্বর-ডিসেম্বর)

৪ নম্বর সেক্টর     সিলেটের পূর্বাঞ্চল, খোয়াই-শায়েস্তাগঞ্জ রেল লাইন থেকে পূর্ব উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক। দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর সি.আর, দত্ত

৫ নম্বর সেক্টর   সিলেটের পশ্চিম এলাকা, সিলেট-ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তম ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর মীর শওকত আলী

৬ নম্বর সেক্টর   ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : উইং কমান্ডার এম. কে. বাশার

৭ নম্বর সেক্টর  সমগ্র রাজশাহী ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ঠ অংশ এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া ও পাবনা অঞ্চল।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর কাজী নুরুজ্জামান

৮ নম্বর সেক্টর সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশ বিশেষ এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর আবু ওসমান চৌধুরী (আগস্ট পর্যন্ত), মেজর এম.এ. মঞ্জুর (আগস্ট-ডিসেম্বর)

৯ নম্বর সেক্টর সাতক্ষীরা, দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিণ অঞ্চল।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর এম. এ জলিল (ডিসেম্বর পর্যন্ত), এম.এ. মঞ্জুর (অতিরিক্ত দায়িত্ব)

১০ নম্বর সেক্টর আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম ও চালনা।
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডরগণ

১১ নম্বর সেক্টর কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল
দায়িত্বপ্রাপ্ত কমান্ডার : মেজর আবু তাহের ( ৩ নভেম্বর পর্যন্ত) ফ্লাইট লে. এম হামিদুল্লাহ (৩ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়