আজকে আমরা গত পর্বের বোতলের স্কেচটা শেষ করব। আমি একবারে দিচ্ছি আপনাদের
জন্য। কিন্তু একটি স্কেচ একদিনে আপনারা শেষ করতে যাবেন না। একবারে করলে
স্কেচের অনেক ছোট খাট ভুল গুলা ধরা পরেনা। তাই সময় নিয়ে অল্প অল্প করে কাজ
করা ভাল।
আমি ২য় পর্বে টোনের কথা বলেছি। স্কেচ করতে বার বার টোন দিতে হয়, আর্টের ভাষায় একে ফাস্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন বলে। এক টোনে স্কেচ শেষ করা সম্ভবনা।
আসুন তাহলে স্কেচ শুরু করা যাক।

এটা ছিল আমাদের শেষ বোতল স্কেচ। এবার আমরা পরের স্কেচ শুরু করব।

বোতলে এখন ফাস্ট টোন দিন। ছবিতে দেখুন, এই রকম করে আস্তে আস্তে ফাস্ট টোন দিন পুরা বোতলে। বোতলের লেভেলের জন্য বোতলের মাঝ বরাবর একটা লাইন আঁকুন। বোতলের শেষ থেকে ২ আঙ্গুল উপরে আরো একটি লাইন আঁকুন। এই ২টা লাইনের মধ্য ভাগে লেভেলের কাজ করা হবে।

এবার ফাস্ট টোনের মত সেকেন্ড টোন দিন। এমন নয় যে ফাস্ট টোনের উপর আবার টোন দাওয়া যায়না। ফাস্ট টোনের উপর আবারও টোন দাওয়া যায়।
লেভেলের অংশটাকে হালকা টোন দিয়ে হাতের আঙ্গুল দিয়ে ঘষে টোনকে সফট করুন।

২/৩ বার টোন দিতে থাকুন। (এই স্কেচটি পুরোটাই মেমোরি ওয়ার্ক) যেদিকে লাইট হবে সেদিকে স্কেচ কম হবে আর অন্য দিকে স্কেচ গাঢ় হবে।
এভাবেই আপনার স্কেচ শেষ করুন।

স্কেচ শেষের পর দেখতে এমন হবে।
আমি এই স্কেচটি পুরোটাই মেমোরি ওয়ার্কে করেছে। কিন্তু আপনারা স্টীল লাইফ দেখে স্কেচ করবেন তাহলে লাইট শেড ভাল বুঝতে পারবেন। ছয় পর্বে আমি স্কেচের প্রথম অধ্যায় শেষ করলাম। আমার এবার বিরতি দরকার তাই আবার পরে স্কেচের দ্বিতীয় অধ্যায় নিয়ে হয়তো আমার লেখা
দিব।
স্কেচ করুন ভাল থাকুন।
আমি ২য় পর্বে টোনের কথা বলেছি। স্কেচ করতে বার বার টোন দিতে হয়, আর্টের ভাষায় একে ফাস্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন বলে। এক টোনে স্কেচ শেষ করা সম্ভবনা।
আসুন তাহলে স্কেচ শুরু করা যাক।

এটা ছিল আমাদের শেষ বোতল স্কেচ। এবার আমরা পরের স্কেচ শুরু করব।

বোতলে এখন ফাস্ট টোন দিন। ছবিতে দেখুন, এই রকম করে আস্তে আস্তে ফাস্ট টোন দিন পুরা বোতলে। বোতলের লেভেলের জন্য বোতলের মাঝ বরাবর একটা লাইন আঁকুন। বোতলের শেষ থেকে ২ আঙ্গুল উপরে আরো একটি লাইন আঁকুন। এই ২টা লাইনের মধ্য ভাগে লেভেলের কাজ করা হবে।

এবার ফাস্ট টোনের মত সেকেন্ড টোন দিন। এমন নয় যে ফাস্ট টোনের উপর আবার টোন দাওয়া যায়না। ফাস্ট টোনের উপর আবারও টোন দাওয়া যায়।
লেভেলের অংশটাকে হালকা টোন দিয়ে হাতের আঙ্গুল দিয়ে ঘষে টোনকে সফট করুন।

২/৩ বার টোন দিতে থাকুন। (এই স্কেচটি পুরোটাই মেমোরি ওয়ার্ক) যেদিকে লাইট হবে সেদিকে স্কেচ কম হবে আর অন্য দিকে স্কেচ গাঢ় হবে।
এভাবেই আপনার স্কেচ শেষ করুন।

স্কেচ শেষের পর দেখতে এমন হবে।
আমি এই স্কেচটি পুরোটাই মেমোরি ওয়ার্কে করেছে। কিন্তু আপনারা স্টীল লাইফ দেখে স্কেচ করবেন তাহলে লাইট শেড ভাল বুঝতে পারবেন। ছয় পর্বে আমি স্কেচের প্রথম অধ্যায় শেষ করলাম। আমার এবার বিরতি দরকার তাই আবার পরে স্কেচের দ্বিতীয় অধ্যায় নিয়ে হয়তো আমার লেখা
দিব।
স্কেচ করুন ভাল থাকুন।

No comments:
Post a Comment