Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, September 10, 2014

মুখের দাগ দূর করুন

মুখে দাগ। দুশ্চিন্তায় রয়েছেন। কীভাবে তা দূর হবে, জানেন না। নানা পদ্ধতি অবলম্বন করেও কোনো লাভ হচ্ছে না। হয়তো আপনার ত্বকের ধরনে তা কাজ করছে না। তাই তো মুখের দাগ দূর করার নানা উপায়ের কথা জানিয়েছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান। 'নানা কারণে মুখে দাগ হতে পারে। তবে ব্রণ থেকে দাগ হওয়ার আশঙ্কা বেশি থাকে; বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত। আবার অনেকের রোদে পোড়া, মেছতা, বয়সের ছাপসহ বংশগতির কারণেও মুখে দাগ হয়। এর জন্য সব সময় মুখ পরিষ্কার রাখতে হবে। সেই সঙ্গে তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত পরিমাণে ঘুম ও দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। তা না হলে মুখে ব্রণ দেখা দেবে। আর এই ব্রণে নখের সামান্য আঁচড় লাগলেই হয়ে যাবে দাগ। তাই কোনোভাবেই এ সময় মুখে নখ দেওয়া যাবে না।'

ব্রণের দাগ দূর করতে

ঘরোয়া পদ্ধতিতে নানা প্যাক তৈরি করে দাগের জায়গায় লাগিয়ে নিন। এতে করে দাগ অনেকখানি কমে আসবে।

 চন্দন গুঁড়োর সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 শুধু মধু প্রতিদিন দাগের ওপর লাগাতে পারেন। এতে করে দাগ কমে আসবে। তবে খেয়াল রাখবেন, আপনার ত্বকে মধু সহনীয় কি না।

 তৈলাক্ত ও সাধারণ ত্বকে শসা ও আলুর রস দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এ রস ব্যবহার করতে পারেন।

 তৈলাক্ত ত্বকের জন্য টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করুন।

 অ্যালোভেরার রস প্রতিদিন দাগের জায়গায় লাগালে দ্রুত তা কমে যাবে।

 তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টক দই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।

 মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।

 যেকোনো ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।

 রসুন ও লংয়ের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।

 নারকেল তেল ও টি-ট্রি অয়েল প্রতিদিন দুবার করে দাগের জায়গায় ব্যবহার করা যেতে পারে।

 টমেটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হয়।

 কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।

এ ছাড়া রোদে পোড়া, অতিরিক্ত আগুনের তাপে দাগ কিংবা মেছতার দাগ ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারেন।

 নিয়মিত লেবুর রস মুখে দিতে পারেন।

 গুঁড়ো দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

 অ্যালোভেরা জেল ও আলুর পেস্ট নিয়মিত মুখে লাগাতে পারেন।

 আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

 কমলার খোসার গুঁড়ো ও কাঁচা দুধের মিশ্রণ দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন।

 মেছতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিতে পারেন।

 লেবুর রস, মধু ও কাঁচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন।

তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন। এ ছাড়া আপনার ত্বকের উপযোগী উপাদান ব্যবহার করুন। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন লাগাতে ভুলবেন না। প্রসাধনসামগ্রী দেখেশুনে কেনা উচিত। সেটি যেন ভালো মানের হয়, তা খেয়াল রাখবেন।

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়