বাংলাদেশ সেনাবাহিনী ৭৭ বিএমএ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দীর্ঘমেয়াদি এ কোর্সে প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের সরাসরি লেফটেন্যান্ট পদে
নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন এমআইএসটি (MIST)-এর অধীনে ইলেকট্রিক্যাল
ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং
বিইউপি (BUP)-এর অধীনে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা ও
বিবিএ কোর্সে ডিগ্রি অর্জন করা যাবে। কোর্সটিতে আবেদনের জন্য বিস্তারিত --------
১. যোগ্যতা :
বয়স: ০১ জানুয়ারী ২০১৫ তারিখে ১৭-২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮-২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. শারীরিক মান (নূন্যতম) :
ক. পুরুষ :
১. উচ্চতা : ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
২. ওজন : ৪৫.৩৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড)।
উচ্চতা ও বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
৩. বুক : স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি); প্রসারণ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
খ. মহিলা :
(১). উচ্চতা : ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
(২)। ওজন : ৪০.৮২ কিলেগ্রাম ( ৯০ পাউন্ড)।
উচ্চতা ও বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
(৩) বুক : স্বাভাবিক ০.৭১ মিটার ( ইঞ্চি); প্রসারণ ০.৭৬ মিটার ( ৩০ ইঞ্চি)।
৩. শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম) : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে জিপিএ-৫.০ পেয়ে উত্তীর্ণ।
নোট: ইংরেজী মাধ্যমের প্রাথীগণকে শিক্ষা মন্ত্রণালয় হতে সমতা নিরূপণ সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
বি.দ্র. : ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।
৪. বৈবাহিক অবস্থা : অবিবাহিত ( সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীগণ বিবাহিত/অবিবাহিত)।
৫. জাতীয়তা : জন্ম/ডেমিমাইল সূত্রে বাংলাদেশী।
অযোগ্যতা:
৬. সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারী চাকুরী হতে অপসারিত/বরখাস্ত।
৭. আই এস এস বি (ISSB) কর্তৃক দু’বার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে।)।
৮. আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।
আবেদনপত্র সংগ্রহ পদ্ধতি:
৯. বিজ্ঞাপনের প্রদত্ত নির্দিষ্ট তারিখ হতে www.joinbangladesharmy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোণায় APPLY NOW তে-ক্লিক করে ৭৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে। ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে তাৎক্ষণিকভাবে কল-আপ লেটার পাওয়া যাবে। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা সম্ভব না হলে আবেদনপত্র প্রাপ্তির জন্য শুধু সোনালী বাংকের যেকোনো শাখা হতে ”সেনাসদর, এজি শাখা, পিএ পরিদপ্তর, ঢাকা সেনানিবাস” এর নামে এবং সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস, কর্পোরেট শাখার অনুকূলে প্রদানযোগ্য ১০০০/- (এক হাজার ) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংগ্রহ করতে হবে ( পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।
১০. উক্ত ব্যাংক ডাফ্ট/পে-অর্ডার নি¤েœাক্ত আবেদনপত্র প্রাপ্তির স্থানে জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র প্রাপ্তির স্থান (অনলাইন এ আবেদন সম্ভব না হলে):
১১. স্টেশন সদর দপ্তর- ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, জাহানাবাদ(খুলনা), জালালাবাদ(সিলেট)ও রংপুর। এছাড়াও সদর দপ্তর রিক্রুটিং ইউনিট আজিমপুর (ঢাকা) এবং জেলা সশস্ত্র বাহিনী বোর্ড ঢাকা, ফরিদপুর, বগুড়া, যশোর, বরিশাল ও দিনাজপুর।
নির্বাচন পদ্ধতি:
১২. প্রাথমিক স্বাস্থ্য/ মৌখিক পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা পত্রিকার বিজ্ঞপ্তির নির্দিষ্ট তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। অনলাইন ব্যতিত অন্যান্য আবেদনকারীগণ সাক্ষাৎকারপত্র বা প্রবেশপত্র না পেয়ে থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট এবং আবেদনপত্রে উল্লেখিত কেন্দ্রের সেনানিবাসের প্রধান এমপি চেকপোস্টে প্রদর্শিত নামীয় তালিকা হতে ওএমআর নম্বরের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র ও রোল নম্বর জানতে পারবে। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ডুপ্লিকেট সাক্ষাৎকার পত্র সংগ্রহ পূর্বক প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে।
১৩. আন্তঃবাহিনী নির্বাচনী পযর্ষদ (ISSB) পরীক্ষা ।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় যোগ্য প্রাথীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। আইএসএসবির জন্য আলাদা কলআপ লেটার সরাসরি আইএসএসবি প্রার্থীদের নিজ নিজ ঠিকানায় প্রেরণ করবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
১৪. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা : পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
১৫. চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবতীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
বিশেষ নির্দেশনা:
১৬. ক্যাডেট কলেজ/বিএনসিসি ক্যাডেটগণকে স্ব স্ব কলেজ/রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।
১৭. আবেদনপত্র পূরণের নিয়মাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট অথবা আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সাধারণ নির্দেশিকা পড়–ন।
১৮. অনলাইন ব্যতিত প্রার্থিীদের সঠিকভাবে OMR(Optical Mark Reader) ফরম পূরণ করতে হবে। অন্যথায় অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রাপ্ত সুযোগ সুবিধাদি:
১৯।. পেশাগত মর্যাদা : প্রথম শ্রেণির গেজেটেড অফিসার হিসেবে নিযুক্তি।
২০. বিএমএ প্রমিক্ষণ: ক্যাডেটগণ একাডেমিতে ‘অফিসার ক্যাডেট’ হিসেবে আখ্যায়িত হবেন এবং ৩(তিন) বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন।
২১. কমিশনপ্রাপ্তি : ৩ (তিন) বছরের প্রশিক্ষণ শেষে অফিসার ক্যাডেটগণ লেফটেন্যান্ট পদবীতে কমিশন পাবেন।
২২. বেতন ও ভাতাদি:
ক. প্রশিক্ষণকালীন বেতন :
অফিসার ক্যাডেটদের ক্ষেত্রে টাকা ১১,০০০/- এবং কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট এর বেতন ভাতা ও অন্যান্য আনুসাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।
খ. ভাতাদি: পদবী অনযায়ী মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি প্রাপ্য। সরকারি পারিবারিক বাসস্থানের ব্যবস্থা না হলে মূল বেতনের ৪০-৪৫% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা প্রাপ্তির সুবিধা।
২৩. অন্যান্য সুযোগ-সুবিধা:
ক. সন্তানদের অধ্যয়ন।
নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনেলজি, বাংলাদেশ ইউনিভসির্টি অব প্রফেশনাল এবং সেনাবাহিনীর তত্তাববধানে পরিচালিত স্কুল কলেজ অধ্যয়নের সুযোগ।
খ. বাসস্থান ও চিকিৎসা :
নিরাপদ ও মনোরম পরিবশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি এবং দেশ-বিদেশে উন্নতমানের চিকিৎসা লাভের সুযোগ।
গ. এএইচএস এবং ডিওএইচএস-এ প্লট/ফ্ল্যাট।
নির্ধারিত শর্ত সাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে এএইচএস এবং ডিওএইচএস-এ প্লট/ফ্ল্যাট প্রাপ্তির সুবিধা।
ঘ. জাতিসংঘ মিশন :
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদশে ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ।
ঙ. বিদেশে প্রশিক্ষণ :
প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট ও এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ।
চ. বৈদেশিক নিয়োগ : বাংলাদেশ দূতাবাস সমূহে সমারিক/ সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
ছ. উচ্চতর ডিগ্রি : ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে ¯œাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ।
পরিচালক
পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর
এ্যাডজুটেন্ট জেনারেল শাখা
সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস
No comments:
Post a Comment