ডেস্ক : সুন্দর ব্যক্তিত্ব বিষয়টি অবশ্যই অনেক চর্চা করে অর্জন করতে হয়।
একটা মানুষের ব্যবহার বা আচরণেই তার ব্যক্তিত্ব প্রকাশ পায়। আর সুন্দর
ব্যক্তিত্বের একজন মানুষের সবার সামনেই খুব কদর। হয়তো আপনি খুব পরিপাটি ও
শিক্ষিত মানুষ, কিন্তু তারপরেও এমন কিছু কাজ না বুঝেই করছেন যেগুলো সকলের
চোখে আপনাকে খাটো করে দিচ্ছেন। অনেক চেষ্টা করেও নিজেকে আকর্ষণীয় মানুষ
হিসাবে উপস্থাপন করতে পারছেন না? জেনে নিন এমন ৭ টি বদ অভ্যাস যা আপনার
ব্যক্তিত্বকে অন্যের কাছে খাটো করছে প্রতিনিয়ত।
১. মোবাইলে উচ্চস্বরে কথা বলা :
আপনি যদি কোনো পাবলিক স্থানে, বাসে বা অফিসে উচ্চস্বরে ফোনে কথা বলেন তাহলে
আপনার ব্যক্তিত্বকে একমুহূর্তেই নষ্ট করে দেয়। পাশের মানুষটি আপনার প্রতি
বেশ বিরক্ত হয়ে পড়বেন। তাছাড়া আপনার এই ধরনের আচরণ আপনার প্রতি এক ধরনের
নেতিবাচক ধারণা তৈরি করে।
২. দাঁত খোঁচানো :
অনেকেই আছেন যারা সবার সামনেই মুখের আকৃতি বিকৃত করে দাঁত খোঁচানো শুরু করে
দেন। এরা এমন অবস্থাতে অন্যের বিরক্তি তৈরি করে ফেলেন। ভদ্র আচরণই একটি
মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে। সবার সামনে এভাবে দাঁত খোঁচালেও আপনার
ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে।
৩. অতিরিক্ত কথা বলা :
অতিরিক্ত কথা বলা এক ধরনের জটিল রোগ। যাদের এই রোগটি আছে তারা যে প্রতিটি
মানুষের কাছে কতটা বিরক্তিকর তা বলে বোঝানো সম্ভব না। বিনা প্রয়োজনে
অতিরিক্ত কথা বললেও আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি
করে ফেলে শ্রোতা বন্ধুরা।
৪. পাশের মানুষের সাথে বাজে ব্যবহার :
কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার দিয়েই জানা যায় একজনের পরিবারের
আচরণ আর শিক্ষানীতি। তাই আপনি যদি পাশের মানুষটির সাথে বাজে ধরনের ব্যবহার
করেন তাহলেও আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। অনেক জটিল অবস্থাই ভদ্রভাবে
পার করা সম্ভব। তাই ব্যক্তিত্ব কজায় রাখতে চাইলে পাশের মানুষটির সাথে ভালো
ব্যবহার করুন।
৫. রাস্তাঘাটে কাউকে টিজ করা :
এমনটা প্রতিদিনই অহরহ ঘটছে। রাস্তাঘাটে কিছু কুরুচিপূর্ণ মানুষগুলো
প্রতিনিয়তই কাউকে না কাউকে টিজ করছে। অনেকে খুব শালীনভাবেও টিজ করে থাকেন।
তাই আপনিও যদি সেই দলের হন তাহলে ভেবে দেখুন এই বিষয়গুলো আপনার
ব্যক্তিত্বকে কিভাবে তাড়া করছে।
৬. কুৎসা রটানো :
কুৎসা রটাতে অনেকেই বেশ পছন্দ করেন। একজনের নামে আরেকজনকে কোনো কিছু বলতে
বেশ মজা পেয়ে থাকেন। এই বদ অভ্যাসটিও আপনার আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে
দিচ্ছে। আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি করছে। আপনার প্রতি বিশ্বাস হারিয়ে
ফেলছে।
৭. অতিরিক্ত প্রশংসা করা :
এই অতিরিক্ত প্রশংসা করাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি তেল দেয়া। এমন
অনেকেই আছেন যারা নিজের কার্য সিদ্ধির জন্য বিশেষ জনকে তেল দিয়ে থাকেন
অর্থাৎ অতিরিক্ত প্রশংসা করে থাকেন। এমনকি এরা নিজের স্বার্থের জন্য অনেক
নিচেও নেমে থাকেন। এই বদ অভ্যাসটিও আপনার ব্যক্তিত্বকে প্রতিনিয়ত নষ্ট করে
দিচ্ছে। আপনার মনুষ্যত্ব নষ্ট করছে।