১) দেশের যে কোন ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে তার কাগজ সাথে নিয়ে যাওয়া।(আবশ্যিক)
২) ইলিকট্রিক ও মোবাইল এর কাজ যেমন ওয়ারিং, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, ওয়াসিংমেসিন এর কাজ এবং মোবাইল মেরামতসহ অন্যান্য কাজ।
৩) সেলাই ও এ্যাম্রয়ডারীর কাজ(যেমনঃ সার্ট, প্যান্ট, বোরকা, থ্রী-পিস, ব্লাউজ, পুতি, চুমকি, পাথর ও পর্দার কাজ ইত্যাদি)।
৪) বেকারীর কাজ (যেমনঃ রুটি, বিস্কুট, কেক, জিলেপি, ইত্যাদি তৈরী)।
৫)প্লাম্বার বা পাইপ িফটিং এর কাজ।
৬) ফটোকপিয়ার ও লেমেনিটিং এর কাজ।
৭)ষ্টুডিও এর কাজ(পুরাতন ও ডিজিটাল)।
৮) হোটেলএর কুকের কাজ(যেমনঃ পরোটা বা চাপাতী, তুন্দুলরুটি, নানরুটি, বিরিয়ানী, মোগলাই, হালিম , সমুসা, সিংগারা ইত্যাদি)।
৯)ওয়েলডিং এর কাজ(গ্যাস ওয়েলডিং সহ)।
১০) মটরগাড়ীর ইঞ্জিন, ডেন্টিং ও পেইনটিং সহ ওয়ারিং এর কাজ।
১১)সাধারন রং এর কাজ।
১২)ছাপা খানার কাজ, অফসেট প্রেস সহ(কাটিং, বাইনডিং, পেষ্টিং ও প্লেট তৈরী।
১৩) কম্পিউটার এর সাধারন কাজ।মনে রাখতে হবে উন্নত বিশ্বে কোথাও কম্পিউটার ছাড়া কোন কাজ হয়না।(আবশ্যিক)
১৪)কাঠের ওষ্টীল এর কাজ। )
১৫) সাইনবোর্ড ও ব্যানার এর কাজ(আর্ট)।
১৬)ভাল কৃষি কাজ(যেমনঃ বাগান পরিচর্য্যা, শাক-সব্জী ফলানো)।
১৭) আপনাকে অবশ্যই ড্রাইভিং শিখতে হবে। কারন ভাল চাকুরির পূর্ব শর্ত হলো ড্রাইভিং (আবশ্যিক)।
১৮) খাবার তৈরী করা জানতে হবে, অন্তত নিজের জন্য(আবশ্যিক)।
১৯) ইংরেজি জানা প্রবাস জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ(আবশ্যিক)।
বিঃদ্রঃ উপরে উল্লেখিত কাজের মধ্যে আবশ্যিক বিষয় সহ অন্য যে কোন একটি কাজ ভাল ভাবে জানা থাকলে বিদেশে যাওয়ার পর আর আপনাকে কাজের জন্য কোন সমস্যায় পড়তে হবে না এবং আপনি মোটা-মোটি একটা ভাল বেতনের কাজ পাবেন