বিজ্ঞানের ধারণাকে ভুল প্রমান করলো নুতন গবেষণা
চিকিৎসা বিজ্ঞানে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, পরিমিত মদ্যপান কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ভালো। পরিমিত মদ্যপান করলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় না৷ কিন্তু সম্প্রতি এক গবেষণা এ তথ্যকে ভুল প্রমাণ করেছে৷শুক্রবার ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরিমিত পরিমাণে মদ্যপান করলেও রক্তচাপ বাড়তে পারে, হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে৷ যারা স্বল্প পরিমাণে মদ্যপান করেন, তাদের তুলনায় যারা একেবারেই মদ খান না, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও কম থাকে তাঁদের৷
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গবেষকরা ইউরোপের বিভিন্ন দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের উপর গবেষণা করেছেন৷ গবেষণায় দেখা গেছে যারা অল্প মদ্যপান করেন তাদের চেয়ে যারা মদ্যপান করেন না তাদের হৃদরোগের সম্ভাবনা ১০ ভাগ কমে যায়৷ এর আগে গবেষকরা বলেছিলেন, হৃৎপিণ্ডে কোলেস্টোরল জমে যাওয়া থেকে মুক্ত থাকতে হলে সপ্তাহে এক বা দু’বার মদপান করে যেতে পারে৷
বিস্তারিত জানতে https://www.youtube.com/watch?v=JV2siRpWPmg#t=46 এই ভিডিও টা দেখতে পারেন।