Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 25, 2013

বাংলাদেশ

বাংলাদেশ

► বাংলাদেশ সীমানা হতে ফারাক্কা বাঁধ কত দূরে অবস্থিত? -১৬.৫ কিলোমিটার।

► মূল্য সংযোজন কর কবে বাংলাদেশে চালু করা হয়? -১লা জুলাই ১৯৯১।

► জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত? -০.০১ শতাংশ।

► জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয় কবে? -৪ সেপ্টেম্বর, ১৯৮০।

► দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) কোথায় অবস্থিত? -সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। (মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়)

► কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে এবং কবে? -ডাচ বাংলা ব্যাংক লি. ৩১ মার্চ ২০১১ সালে।

► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম কি ছিল? -রামগড় লোকাল ব্যাটালিয়ন।

► বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস কবে? -২১ নভেম্বর।

► বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় কবে? -১২ জুলাই ১৯৭১।

► বাংলাদেশ বিমানবাহিনীর কার্যক্রম শুরু হয় কবে? -২৮ সেপ্টেম্বর ১৯৭৩।

► বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম এয়ার ভাইস মার্শাল কে ছিলেন? -এ কে খন্দকার।

► বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে? -৯ নভেম্বর ১৯৭১।

► বাংলাদেশ বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থার নাম কি? -Office of Air Intelligence.

► বাংলাদেশ নৌবাহিনীর গোয়েন্দা সংস্থার নাম কি? -Directorate of Neval Intelligence.

► বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? -বরেন্দ্র গবেষণা জাদুঘর ।

► বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন? -ফজলুর রহমান খান ।

► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? -মণিপুর ।

► স্যাটেলাইট চ্যানেল ‘একাত্তর’ এর যাত্রা শুরু হয় কবে? -২৬ জুন ২০১১ ।

► বাংলাদেশে প্রথম কোন কোম্পানী ISO 9001 সার্টিফিকেট লাভ করেছে? -এসি আই ।

► বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী? -নাটোর। (সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

► দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়? – ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে।

► দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে? – ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা।

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়