Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 12, 2012

বড় ধরনের গুন করার কিছু কৌশল

আজকাল প্রায় সব প্রতিযোগিতায়-ই বলা হয়ে থাকে ক্যালকুলেটর নট এলাউ....তাই অংক করতে আমাদেরকে বড় ধরনের গুন করতে বেশ সময় লেগে যায় ....তাই সহজে অত্যন্ত ধ্রুততার সঙ্গে আমরা কিভাবে গুন করবো সেই কৌশলটি এখানে উল্লেখ করলাম......

যেমন ধরা যাক - ৭ x ৯ = ৬৩ এটাতো সাধারন নিয়মের মধ্যে পড়ে আর যদি এটিকে কৌশলে নিয়ে আসা যায় তাহলে দাড়ায় ৭ থেকে ১০ হতে কত লাগবে , ৯ থেকে ১০ হতে কত লাগবে..? যথাক্রমে লাগবে ৩ এবং ১ আর তা আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি...

৭ x ৯ = ?
(৩) (১)
এখন আমরা কৌনিক ভাবে সংখ্যাগুলো পরস্পর বিয়োগ করি...যেমন ৭-১=৬ , ৯-৩=৬, এখানে দুটো ফলই একই হলো আর সংখ্যাটি হলো ৬। এই ৬ ই হবে গুনফলটির প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটি হবে ব্রাকেটের ভিতরের সংখ্যা দুটির গনফল ..যেমন (৩) x (১) = ৩। তাহলে ফলাফল দাড়ালো একই অর্থাৎ ৬৩।

এইবার আসা যাক বড় সংখ্যার গুনন.....
ধরা যাক ৯৮ x ৯২ = ? এইখানে ধরতে হবে ৯৮ এবং ৯২ হতে ১০০ কত লাগবে...যথাক্রমে হবে (২) ও (৮) আর সেগুলো নিচে নিচে লিখি...

৯৮ x ৯২ = ?
(২) (৮)
এইবার কৌনিক সংখ্যাগুলো পরস্পর বিয়োগ করলে দাড়ায় , ৯৮-৮=৯০, ৯২-২=৯০, আর এটি হবে গুনফলটির প্রধম অংশ আর দ্বিতীয় অংশটি হবে (২) x (৮) = ১৬,
তাহলে ফলাফলটি দাড়ালো
৯৮ x ৯২ = ৯০১৬ এইভাবে আমরা অত্যন্ত ধ্রততার সঙ্গে এখন গুনফল নামাতে পারি..... আরো চেষ্টা করে দেখুন দেখবেন বড় ধরনের গুনগুলো করতে এখন অনেক মজা পাবেন....

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়