Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 29, 2017

সঞ্চয়িতার জন্য একটি এ্যাপস, আজই ডাওনলোড করুন।

যে বইটি আমার হাতের কাছেই থাকে আর বারবার এর পাতা উল্টাই, সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। মানুষের জীবনের যত ভাব-সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-হতাশা এবং সেই হতাশা থেকে উত্তরণের বাণী পাওয়া যায় এখান থেকে। সেই সঙ্গে আনন্দ ও দুঃখের মধ্য দিয়ে জীবনকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার যে প্রেরণা, সেটা একমাত্র সঞ্চয়িতাই দিতে পারে। সঞ্চয়িতার জন্য....মানবসভ্যতার উত্তরণের সঙ্গে যুক্ত কবিতাগুলো ভালো লাগে। ‘আফ্রিকা’ কবিতাটি এর মধ্যে অন্যতম। এ ছাড়া রোমান্টিক কবিতার মধ্যে ‘নিমন্ত্রণ’, ‘বলাকা’, ‘শাহজাহান’ও বারবার পড়ি।
আজ তার একটা এ্যান্ড্রুয়েড এ্যাপস বানালাম সবার জন্য।ডাওনলোড করতে গুগুল চ্রোম ব্যবহার করুন এবং ডাওনলোন করতে ক্লিক করুন।  ডাওনলোড

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়