যে বইটি আমার হাতের কাছেই থাকে আর বারবার এর পাতা উল্টাই, সেটি রবীন্দ্রনাথ
ঠাকুরের সঞ্চয়িতা। মানুষের জীবনের যত ভাব-সুখ-দুঃখ, আনন্দ-বেদনা,
আশা-হতাশা এবং সেই হতাশা থেকে উত্তরণের বাণী পাওয়া যায় এখান থেকে। সেই
সঙ্গে আনন্দ ও দুঃখের মধ্য দিয়ে জীবনকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার যে
প্রেরণা, সেটা একমাত্র সঞ্চয়িতাই দিতে পারে।
সঞ্চয়িতার জন্য....মানবসভ্যতার
উত্তরণের সঙ্গে যুক্ত কবিতাগুলো ভালো লাগে। ‘আফ্রিকা’ কবিতাটি এর মধ্যে
অন্যতম। এ ছাড়া রোমান্টিক কবিতার মধ্যে ‘নিমন্ত্রণ’, ‘বলাকা’, ‘শাহজাহান’ও
বারবার পড়ি।
আজ তার একটা
এ্যান্ড্রুয়েড এ্যাপস বানালাম সবার জন্য।ডাওনলোড করতে
গুগুল চ্রোম ব্যবহার করুন এবং ডাওনলোন করতে ক্লিক করুন।
ডাওনলোড