প্রকাশনাঃ দারুসসালাম পাবলিকেশন্স , সৌদি আরব
পবিএ
কুআনে
সুরা
“ক্বামার” মহান
আল্লাহ
বলেন,
অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে ক্বুরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?কোরআন তিলাওয়াতের যে ফজিলত তা বলে শেষ করা যায় না এ প্রসঙ্গে কুরআন,হাদিসে অনেক আলোচনা এসেছে।কুরআন শরীফ নিজে শিক্ষা করা এবং অন্যেকে শিক্ষা দেয়া উওম।
- রাসুলুল্লাহ (ছাঃ)বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যেকে শিক্ষা দেয়। (বোখারী)
- রাসুলুল্লাহ (ছাঃ)বলেন, তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে থাক। কারন যারা সবসময় কোরআন তিলাওয়াত করে, কেয়ামতের দিন কোরআন তাদের জন্য সুপারিশ করবে।(মুসলিম)