Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 11, 2015

বিক্ষভের দিনগুলিতে প্রেম


বিক্ষভের দিনগুলিতে প্রেম; আনিসুল হকের একটি
উপন্যাস। বইটি একটি আশির দশেকের প্রেমের গল্প
যখন ১৯৯০ সালে স্বৈরাচার সরকার দ্বারা বাংলাদেশ
কবলিত। বইটি প্রথম প্রকাশ হয় ২১ শে বইমেলায় ২০১৫ ঢাকাতে।
বইয়ের প্রকাশক প্রথমা প্রকাশনী। আনিসুল হক একজন সুপরিচিত
বাংলা লেখক, নাট্যকার, উপন্যাসিক ও সাংবাদিক। এখন তিনি
বিখ্যাত তার বই, নাটক, এবং সিনামার জন্য।
আনিসুল হক ৪ই মার্চ ১৯৬৫ সালে রংপুরে জন্মগ্রহন করেন। তার  প্রাথমিক
শিক্ষা, উচ্চ বিদ্যালয়, এইচ,এস,সি রংপুরে হয়। এবং তিনি বুয়েট থেকে  তার
স্নাতক সমাপ্ত করেন। মারিনা ইয়াসমিন তার স্ত্রী।
২০১১ সালে  আনিসুল হক বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তার বিখ্যাত বই
গুলো হলো , মা, সেজুতি তোমার জন্য, সেলাই, যারা ভোর এনেছিল, ঊষার দুয়ারে
ইত্যাদি।

ডাউনলোড করতে--ক্লিক মি

Post Top Ad

Your Ad Spot

প্রয়োজনীয়